ঢাকা,

১৮ অক্টোবর ২০২৪


ডাক অধিদপ্তরের সাবেক ডিজি গ্রেপ্তার

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৩:৫০, ১৬ অক্টোবর ২০২৪

ডাক অধিদপ্তরের সাবেক ডিজি গ্রেপ্তার

ফাইল ছবি

ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। 

একটি প্রকল্পের আওতায় ১৫ কোটি টাকার সার্ভার ও ইউপিএস কেনায় অনিয়ম করার অভিযোগে গত ২০ আগস্ট সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করে দুদক। 

এর আগে দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২০ সালে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। ওই সময় তাকে অপসারণের সুপারিশ করেছিল ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

ইউ

News