ছবি সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে আওয়ামী লীগ নেতা ডা. আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ঘাটুরা এলাকার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচীপ) সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি পৌর শহরের মধ্যপাড়া বর্ডার বাজার এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীসহ সাধারণ জনগনকে মারধর করেন। সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িয়া এলাকায় আসামিদের নেতৃত্বে ছাত্রজনতার আন্দোলনে মারধরসহ বোমা ও ককটেল বিষ্ফোরণ করা হয়।
এ ঘটনায় গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে যৌথ বাহিনীর অভিযানে রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ থেকে আবু সাঈদকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, নাশকতা মামলায় ডা. মো. আবু সাঈকে যৌথ অভিযানে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আরো একটি মামলা রয়েছে।
ইউ