ঢাকা,

২৩ জানুয়ারি ২০২৫


ফার্ম থেকে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ শান্ত খান, সাভার প্রতিনিধি

প্রকাশিত হয়েছে: ১৮:০৯, ২২ জানুয়ারি ২০২৫

ফার্ম থেকে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

সাভারে সিএমবি আশুলিয়া সড়কের ডেইরি ফার্ম গেটে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার কাছ থেকে নগদ টাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

বুধবার (২২ জানুয়ারি) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মাহফুজুর রহমান। তিনি ডেইরি ফার্ম গেটে একটি চায়ের দোকানদার হিসেবে কাজ করতেন ও ডেইরি ফার্মে ফ্রিল্যান্সিং হিসেবেও কাজ করতেন।

ভোররাতে কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এ বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর বলেন, হত্যাকারীদের শনাক্তে কাজ করছে তারা।

টিএইচ

    News