ঢাকা,

২৩ ফেব্রুয়ারি ২০২৫


‘রক্তাক্ত কুয়েট’ প্রদর্শনীতে ফুটে উঠেছে হামলার চিত্র

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৯:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০২৫

‘রক্তাক্ত কুয়েট’ প্রদর্শনীতে ফুটে উঠেছে হামলার চিত্র

‘রক্তাক্ত কুয়েট’ শিরোনামে চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীতে ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার নানান চিত্র তুলে ধরা হয়েছে। 

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ ওয়েলফেয়ার সেন্টারে এই প্রদর্শনী  শুরু হয়। 

শিক্ষার্থীরা জানান, সাধারণ শিক্ষার্থীদের ওপর নানান ট্যাগ লাগানোর যে অপচেষ্টা চালানো হচ্ছে তার অবসান হবে এ প্রদর্শনীর মধ্য দিয়ে।

সেই সাথে প্রকৃত হামলাকারী কারা সেটিও চিহ্নিত করা সহজ হবে বলে তাদের বিশ্বাস। রক্তাক্ত কুয়েটের ওই ছবি থেকেই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর তদন্ত সহজ হবে।

একজন শিক্ষার্থী বলেন, এই প্রদর্শনীর মধ্য দিয়ে দেশবাসীর কাছে হামলার বিবরণ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেই সাথে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির যে কুফল সেটিও তুলে ধরা হচেছ।

তিনি বলেন, ‘আমরা যখন চলে যাবো পরবর্তী প্রজন্ম তখন বুঝতে পারবে ছাত্র রাজনীতির কুফলটা কী।’

প্রদর্শনীতে আহত শিক্ষার্থীদের পাশাপাশি যারা হামলা করেছেন তাদের ছবিও দেখা যাচ্ছে। এর মধ্যদিয়ে কর্তৃপক্ষ সন্ত্রাসীদের চিহ্নিত করতে পারবে বলে শিক্ষার্থীদের বিশ্বাস।

অপর একজন শিক্ষার্থী বলেন, ‘আমাদের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে।

অনেকে দায় এড়ানোর চেষ্টা করছেন। আমরা দেখাতে চাচ্ছি কারা হামলাকারী। সুতরাং যারা হামলাকারী তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক।’

একইসাথে হামলাকারীদের প্রমাণ যাতে কেউ বিনষ্ট করতে না পারে এবং বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্যও এ ধরনের ছবি প্রদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের সূত্রপাত হয়।

এরপর শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেয় বহিরাগতরাও। পরে বিষয়টি নিয়ে ছাত্রদল ছাত্রশিবিরের ওপর দায় দিয়ে বলার চেষ্টা করে সাধারণ শিক্ষার্থীদের নামে শিবিরই বরং ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে। 

এই নিয়ে কুয়েটের জরুরি সিন্ডিকেট সভায় কুয়েটের একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত হয়। এরই মধ্যে ওইদিনের হামলা নিয়ে যাতে কেউ অপরাজনীতি না করতে পারে সেজন্য এ প্রদর্শনীর আয়োজন করা হলো। সেই সাথে ছাত্র রাজনীতির কুফলও এ প্রদর্শনীতে স্থান পায়। এমনকি বৃহস্পতিবার সন্ত্রাস ও ছাত্র রাজনীতিকে লালকার্ড প্রদর্শন করে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

টিএইচ

News