ছবি সংগৃহীত
অল্প সময়ে রাস্তার নিরাপত্তা অনেক বেশি বাড়ানো সম্ভব না উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জনগণকেও দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেছেন।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র-জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
এসময় ডিএমপি কমিশনার বলেন, ট্র্যাফিক ব্যবস্থাকে কড়াকড়ি করা হচ্ছে। মোটরসাইকেলকে ফ্যামিলি রাইড হিসেবে ব্যবহার করা যাবে না। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তিনি বলেন, ২ মাস বা ৬ মাসে রাস্তায় আমাদের অনেক সক্ষমতা বাড়ানো সম্ভব না। কাজেই আপনারা রাস্তায় বের হলে দায়িত্বশীল আচরণ করুন। ট্রাফিকের শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। আইন ভাঙলে কোনো ছাড় দেওয়া হবে না।
হর্ন বাজানো নিয়ে কার্যকরী কোনো আইন নেই উল্লেখ করে তিনি বলেন, যারা অযথা যেখানে সেখানে যারা উচ্চ শব্দের হর্ন বাজাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের সাথে আলোচনা করছি।
সবশেষ তিনি বলেন, পুলিশের ৮০ শতাংশ মনোবল ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। দ্রুতই শতভাগ দিয়ে পুলিশ মানুষের সেবা দিতে পারবে।
ইউ