ঢাকা,

২২ ডিসেম্বর ২০২৪


গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৪:৩৮, ১৯ ডিসেম্বর ২০২৪

গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত

ফাইল ছবি

গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ জন সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিতের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

(১৫ ডিসেম্বর) রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।

আদেশে মহাপরিচালক ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং অতিরিক্ত আইজিপি এসবিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

যেসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন- র‌্যাবের সাবেক ডিজি মোখলেছুর রহমান, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ড. বেনজীর আহমেদ, র‌্যাবের সাবেক এডিজি (বর্তমানে গ্রেফতার) জিয়াউল আহসান ও কর্নেল তোফায়েল মোস্তুফা সারওয়ার, র‌্যাব-৭-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফাত উদ্দিন আহমেদ, র‍্যাবের সাবেক গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম, র‍্যাব-৪ এর সাবেক অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবির ও র‍্যাব-১০ এর সাবেক অধিনায়ক শাহাবুদ্দিন খান, র‌্যাব-১ এর সাবেক সিও লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার-বিন-কাশেম ও  র‌্যাব-১১ এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান।

এছাড়াও সাবেক এসবিপ্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, সাবেক সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান, ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মুহাম্মদ মারুফ হাসান, সিটিটিসির সাবেক এডিসি তৌহিদুল ইসলাম ডিবির সাবেক ডিসি মশিউর রহমান।

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদ-উল-ইসলাম এবং ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ইউ

News