ঢাকা,

২৩ নভেম্বর ২০২৪


সারাবাংলা রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব দিল্লির কাছে চলে গিয়েছিল : মাহমুদুর রহমান

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২০:৪৬, ১৫ নভেম্বর ২০২৪

সারাবাংলা রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব দিল্লির কাছে চলে গিয়েছিল : মাহমুদুর রহমান

রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব দিল্লির কাছে চলে গিয়েছিল, সেটা আবার ফিরে এসেছে। বাংলাদেশের জনগণ দিল্লির কাছে হারানো সার্বভৌমত্ব আবু সাইদের রক্তের মাধ্যমে আবার কেড়ে নিয়েছে। 

শুক্রবার (১৫ নভেম্বর) রংপুর রিপোর্টস ক্লাবে ‘বিপ্লবোত্তর বাংলাদেশে কেমন সংবাদমাধ্যম চাই’ শীর্ষক এক আলোচনাসভায় এসব কথা বলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমান।

তিনি বলেন, ‘আমিও রক্ত ঝরিয়েছি, কিন্তু আবু সাঈদের মতো এরকম সাহস দেখাতে পারিনি যে বুক পেতে বন্দুকের সামনে হাসিনার সামনে দুই হাত বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে থাকব।

আমরা আবু সাঈদের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতা রক্ষায় আমাদের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।’ 

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সংবাদমাধ্যমের ভূমিকা ছিল না, এটা সংবাদমাধ্যমগুলো বলতে পারবে না। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে কিছু সার্কাস দেখতাম।

সেখানে সব তথাকথিত সংবাদকর্মী গিয়ে যে ভাষায় কথা বলতেন আমরা অবাক হয়ে শুনতাম। এরকম মেরুদণ্ডহীন ব্যক্তি একটা পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক হতে পারে?’

মাহমুদুর রহমান বলেন, ‘পুরো সংবাদমাধ্যম একটি করপোরেট কালচারে পরিণত হয়ে গেছে। সব কালো টাকার মালিক, দুর্নীতিপরায়ণ ব্যক্তি, ব্যবসায়ী কিংবা রাজনীতিবিদরা তাদের দুর্নীতিকে জায়েজ করার জন্য মিডিয়াকে ব্যবহার করেছে। যার যার ব্যাবসায়িক স্বার্থকে দেখার জন্য বা সেটাকে উদ্ধার করবার জন্য সংবাদমাধ্যমকে ব্যবহার করেছে।

এখনো কর্পোরেট চেইন (শৃঙ্খল) থেকে মিডিয়াগুলো মুক্ত হয়নি। যতদিন কর্পোরেট সেক্টর থেকে মুক্ত না হবেন, ততদিন আপনি মন খুলে লিখতে পারবেন না।’

এ সময় পত্রিকাটির বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক  সভাপতি মো. আবদুল্লাহ, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানসহ অনেকে বক্তব্য রাখেন।

টিএইচ

News