ছবি সংগৃহীত
বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘এই ভূখণ্ডের (বাংলাদেশের) মালিক জনগন। তাই জনগণের প্রত্যাশা পূরনে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনে ব্যাবস্থা করতে হবে। এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলেই এই দেশর জনগণ আজীবন শ্রদ্ধাভরে এই অন্তবর্তীকালীন সরকারকে মনে রাখবে।’
খোকন আরো বলেন, অন্তবর্তীকালীন সরকার কোনো এজেন্ডা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই। লক্ষ জনতার রক্তের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় এসেছেন। তাই জনগণের স্বার্থে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের একটি রোড ম্যাপ দিবেন। কবে নাগান নির্বাচন হবে? তা জনগণ জানতে চায়।
তিনি বলেন, জনগন ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে বসে আসেন। কারণ ১৬ বছর যাবৎ জনগণ ভোট দিতে পারে নাই। যদি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হয় অথবা কোন অসৎ উদেশ্যে নির্বাচনকে র্দীঘায়িত করেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। ইতিহাস থেকে সে শিক্ষা নিতে হবে।
বুধবার (২৩ অক্টোবর) বিকালে সদর উপজেলার নূরালাপুর স্কুল মাঠে নূরালাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উধ্যেগে আয়োজিত কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন বলেন, শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকার জানতো, নিদলীয় নির্বাচন দিলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। তাই বেগম খালেদা জিয়ার আকাশ চুম্বি জনপ্রিয়তায় ঈষান্ধিত হয়ে তাকে জেলে ঢুকিয়েছিল। বিনা চিকিৎসায় তাকে মারতে চেয়েছিল। তারুণ্যে র অহংকার তারেক জিয়াকে নির্বাসনে পাঠিয়েছিল। তিনি বলেন,জনগনের ভাগ্যের উন্নয়নের জন্য যা যা করা দরকার বিএনপি তাই করবে।
নূরালাপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মো. ছাদেকুর রহমান গাজীর সভাপতিত্বে কর্মীসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, আমান উল্লাহ আমান, কানিজ ফাতেমা লাকি, নূরালাপুর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মো. ইসমাইল হোসেন, কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. ইকবাল হোসেন।
এসময় বিএনপির ও অ্গং সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মীসমাবেশকে ঘিরে কয়েক হাজার বিএনপি সমর্থিত নেতাকর্মীরা কর্মীসমাবেশে যোগ দেয়।
ইউ