ঢাকা,

২২ জানুয়ারি ২০২৫


সূচকের উত্থান পুঁজিবাজারে

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১১:৫৬, ৯ জুলাই ২০২৪

সূচকের উত্থান পুঁজিবাজারে

ফাইল ছবি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকের উত্থানে লেনদেন হয়েছে। তবে লেনদেন কমেছে উভয় শেয়ারবাজারেই। গতকাল পুঁজিবাজারে চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এই তথ্য জানা যায়। ডিএসইতে এদিন বেড়েছে দুটি সূচকের মান।

প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫.৬৮ পয়েন্ট ও ডিএসইএস সূচক ০.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ৫ হাজার ৫৬৪.৬৩ পয়েন্টে ও ১ হাজার ২১৫.১৪ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক কমেছে ৪.৫৯ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৯৫৯.৮৯ পয়েন্টে। তবে ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন লেনদেন হয়েছে ৮৮৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯০৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২০ কোটি ২০ লাখ টাকা।

তারেক

    News